20
May
আইপিএলের প্লে-অফে জায়গা নিশ্চিত করে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাত টাইটান্স এবং পঞ্জাব কিংস। লড়াই থেকে ছিটকে গিয়েছে চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস এবং লখনউ সুপার জায়ান্টস। লড়াইয়ে এখন দিল্লি ক্যাপিটালস এবং মুম্বই ইন্ডিয়ান্স। এই মুহূর্তে চতুর্থ স্থানে রয়েছে মুম্বই। ১২ ম্যাচে ১৪ পয়েন্ট পেয়েছে তারা। দিল্লিও ১২ ম্যাচ খেলেছে। তারা পেয়েছে ১৩ পয়েন্ট। বুধবার দিল্লি বনাম মুম্বই ম্যাচ রয়েছে। প্লে-অফে কোন দল যাবে, তা ঠিক হবে ওই ম্যাচেই। বুধবার যে দল জিতবে তারা অনেকটাই এগিয়ে যাবে প্লে-অফে ওঠার দৌড়ে।