30
Dec
উত্তরের মাটির গান ভাওয়াইয়া গানের সুরে আত্মহারা হয়নি কোনো গান প্রেমিক এমনটি খুঁজে পাওয়া যায়না। কালজানি নদীর তীরে এক সময় ভোর হতো নায়েব আলী টেপু এর দোতোরার আওয়াজে, প্রখ্যাত ভাওয়াইয়া শিল্পী আব্বাস উদ্দিন এর জন্মস্থান আমাদের কুচবিহারে। একদিকে যেইখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাওয়াইয়া সঙ্গীত কে বিশ্বের দরবারে পৌঁছে দিচ্ছেন, অন্যদিকে কোথাও কি হারিয়ে যাচ্ছে ভাওয়াইয়া সঙ্গীত এর বাদকরা ?? দোতারা, ঢোল, নাল, খমক, খোল, বাঁশি ইত্যাদি বাদ্যযন্ত্রের বাদকরা আজ কোথায়। নতুন করে এই বাদ্যযন্ত্র গুলি শিখছে না কোচবিহারের বাসিন্দারা।একদা আব্বাস উদ্দিন, ভূপেন হাজারিকা, দীপ্তি রায়ের হাত ধরে ভাওয়াইয়ার সুরে মোহিত হত গান রসিকরা। সেই ধারা আজ রয়েছে দুর্গারায়ের মধ্য দিয়ে।…