Howrah City Traffic Police

প্রশংসনীয় উদ্যোগে হাওড়ার ট্র্যাফিক গার্ড অফিসার কর্মীরা: ‘অভুক্ত পথকুকুরদের বাঁচাতে তাই নিজেদের টাকায় দু’বেলা খাবার’

আইআইএসইআর-এর বায়োলজিক্যাল সায়েন্স বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর অনিন্দিতা ভদ্র বলেন, “সাধারণ মানুষের থেকে নমুনা নিয়ে লাগাতার পরীক্ষার পরে দেখা গিয়েছে, লকডাউনে কুকুর-বেড়ালেরা এলাকাছাড়া হয়েছে। তাদের স্বভাব বদলাতে দেখা গিয়েছে খাদ্যাভাবের কারণে। মানুষের সঙ্গে দূরত্ব বাড়াও প্রভাব ফেলেছে।” সেই সঙ্গে তাঁদের দাবি, বাজার বা জনবসতি এলাকায় কুকুর, বেড়ালদের খাবার পেতে সে ভাবে সমস্যা হয় না। অফিসপাড়ায় এই সমস্যা বেশি হওয়ায় সেখানকার কুকুর, বেড়ালদের স্বভাবে বদলও ঘটেছে বেশি মাত্রায়। তাই তাদের নিয়মিত খাওয়ানোর ব্যাপারটা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বলে তাঁদের দাবি। সেই কাজে নিযুক্ত হলেন হাওড়া সিটি পুলিশ এর ট্রাফিক গার্ডের অফিসার কর্মীরা। হোটেল দোকানপাট সব বন্ধ তথা লোকজন রাস্তায় কম বেরোচ্ছে ফলে…
Read More