21
May
ক্ষমতার দুটি কেন্দ্র থাকলে খটাখটি লাগবেই। কখনও কখনও তা বড় নগ্ন হয়ে পড়ে। যেমন এখন পড়েছে আমাদের পশ্চিমবঙ্গে। নবান্ন ও রাজভবনের এই ভৌত দ্বন্দ্বে নাগরিক সমাজ সরব হয়ে উঠেছে ভার্চুয়াল ভুবনেও। বিশেষ করে এই করোনাকালে। রাজভবন বনাম নির্বাচিত সরকারের যে বিরোধ হতে পারে, তা নিয়ে কিন্তু ভারত রাষ্ট্রটির জন্ম মুহূর্ত থেকেই সন্দেহ ছিল। স্বাধীনতার পর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে বিতর্কে যোগ দিয়ে অনেকেই সেই আশঙ্কা প্রকাশ করেছিলেন। যদিও তাঁদের মন্তব্যকে গুরুত্ব দেওয়া হয়নি তখন। এই না দেওয়ার পিছনে কোনও ধান্দা ছিল, এটা বলা যাবে না। আসলে তখন রাজনৈতিক বাস্তবতাটাই ছিল অন্যরকম, একটু সরল। তখন সবটাই ছিল কংগ্রেস -সে হিন্দু মহাসভা-ই হোক, স্বতন্ত্র…