20
Aug
কোভিড আক্রান্ত কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী গজেন্দ্র সিং সেখওয়াত। দুপুরে টুইট করে নিজেই এই খবর জানান মন্ত্রী। সেখওয়াত’কে ধরলে এখনও পর্যন্ত ৬ জন কেন্দ্রীয় মন্ত্রী করোনা আক্রান্ত হ’লেন। আজ সেখওয়াত টুইট’এ লিখেছেন, ‛কিছু উপসর্গ দেখা দেওয়ার পর আমি পরীক্ষা করাই। আজ আমার করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। আমি হাসপাতালে ভর্তি হচ্ছি। এতদিন ধরে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, অনুরোধ করছি, তাঁরা যেন করোনা পরীক্ষা করিয়ে নেন।’ এই মুহূর্তে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২৮ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। একদিনে আক্রান্ত ৭০,০০০। এই খারাপ আবহে দেশে আনলক চলছে! যেখানে রাষ্ট্রের মন্ত্রীরা এত সুযোগ-সুবিধা পাওয়ার পরও ভাইরাসের কবলে পড়েছেন, সেখানে দাঁড়িয়ে সাধারণ মানুষের হাল কি, তা-বোঝাই যাচ্ছে।