23
Nov
প্রতিবন্ধী অনাথ শিশুকে দত্তক নিলেন সুইডেনের মহিলা। এই খবরে খুশির আবহাওয়া । মালদার চাইল্ড লাইনে এনিয়ে সাজসাজ রব। সরকারি সমস্ত জটিলতা কাটিয়ে প্রতিবন্ধী রাহুলকে দত্তক নিতে পেরে খুশি সুইডেনের নাগরিক পেশায় ইঞ্জিনিয়ার মারিয়া জিব্রান্ড। চাইল্ড লাইন এবং হায়দারপুর শেল্টার অফ মালদা কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, ২০১৮ সালের ১৪ জুলাই চাচোল থানার মাধ্যমে সেই সময় তিন বছর বয়সী প্রতিবন্ধী রাহুলকে কুড়িয়ে পাওয়া যায়। চাইল্ড লাইনের মাধ্যমে ওই শিশুটিকে সরকারি রাখার ব্যবস্থা করা হয়। চাইল্ড লাইনের মাধ্যমে শেল্টার অব মালদার কর্তৃপক্ষ ওই অনাথ প্রতিবন্ধী শিশুটির দেখভালের দায়িত্ব নিয়েছিল। তখন নাম লেখা হয়েছিল রাহুল। এরপর বিভিন্ন সূত্র ধরেই সুইডেনের ওই বিদেশিনী মহিলা একটি…