farmers demanded

ক্ষতিপূরণের দাবিতে কৃষিদপ্তরের সামনে ধান পুঁতে বিক্ষোভ চাষীদের

ক্ষতিপূরণের দাবিতে কৃষিদপ্তরের সামনে ধান পুঁতে বিক্ষোভ চাষীদের

প্রবল বর্ষায় ভেসে গেছে ধানের খেত। নষ্ট হয়েছে কয়েক হাজার হেক্টর ধানের জমি। চাষীদের এই বিপুল পরিমাণ ক্ষতিতে চিন্তায় পড়েছে উত্তরদিনাজপুর জেলার কয়েকহাজার চাষী। এই ক্ষতিপূরণের দাবিতে কৃষি দপ্তরের সামনে বিক্ষোভ দেখাল বামফ্রন্ট। সূত্রের খবর কৃষকদের ক্ষতিপূরণের দাবী তুলে সোমাবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত জেলা কৃষি আধিকারিকের দপ্তরের সামনে ধান পুতে বিক্ষোভ দেখাল বামফ্রন্টের কৃষক সংগঠন সারাভারর কৃষক সভার নেতাকর্মীরা।জেলা বামফ্রন্টের চেয়ারম্যান অপূর্ব পাল নিজে কৃষি দপ্তরের বাইরে ধান পুতে প্রতিবাদ দেখান।
Read More