21
Nov
ফের লোকালয়ে ঢুকে পড়ল বুনো হাতি। জলপাইগুড়ির নাগরাকাটা অঞ্চলের ঘটনা। বেশ কয়েকদিন থেকে বুনোহাতির অত্যাচার চলছে গোটা উত্তরবঙ্গ জুড়ে। বারবার লোকালয়ে হাতি ঢুকে পড়ায় স্থানীয় বাসিন্দা মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বাসিন্দাদের অভিযোগ বনদপ্তরের উদাসীনতার জন্য লোকালয়ে হাতির দল ঢুকে ক্ষতি করছে গ্রামবাসীদের। ইতিমধ্যে জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায় বনদপ্তরের আধিকারিকদের সঙ্গে দেখা করে সমস্যাটি জানিয়েছেন।ইতিমধ্যেই, অন্য দিকে নাগরাকাটার একটি চাবাগান থেকে উদ্ধার ১৩ ফুট লম্বা গোখরো সাপ।