cpim

মীনাক্ষী মুখার্জির লড়াকু ইনিংস দেখে অভিভুত অশোক ভট্টাচার্য, কর্মীদের নিয়ে ভোট প্রচারে বের হন

মীনাক্ষী মুখার্জির লড়াকু ইনিংস দেখে অভিভুত অশোক ভট্টাচার্য, কর্মীদের নিয়ে ভোট প্রচারে বের হন

নন্দীগ্রামের নির্বাচনে বাম-কংগ্রেসের সংযুক্ত মোর্চার সমর্থিত প্রার্থী যুব নেত্রী মীনাক্ষী মুখার্জির লড়াকু ইনিংস দেখে অভিভুত, আজকের যুব সমাজ মীনাক্ষী কে দেখে শিখবে লড়াই কিভাবে করতে হয়। শিলিগুড়ি র অশোক ভট্টাচার্য এবারেও বাম-কংগ্রেস সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম এর শিলিগুড়ি বিধানসভার প্রার্থী।আজ ১৫ নম্বর ওর্য়াডের টিএস ক্লাবের সামনে থেকে ওর্য়াডের মহিলাকর্মী ও পুরুষ কর্মীদের নিয়ে ভোট প্রচারে বের হন।মিছিলে বামকর্মীদের পাশাপাশি কংগ্রেস কর্মীদের মিছিলে হাঁটতে দেখা যায়।প্রবীণ কংগ্রেস নেতা সুবীন ভৌমিক, অলকেশ চক্রবর্তী ছাড়াও বামদের হয়ে মিন্টু রাহা ও অন‍্যদের মিছিলে দেখা যায়।মিছিলে হাঁটার আগে এক সাক্ষাৎকারে অশোক ভট্টাচার্য বলেন গতকাল নির্বাচনের পর কমিশনকে আরো কঠিন পদক্ষেপ নিতে হবে। এছাড়া মীনাক্ষী সমন্ধে…
Read More
অরবিন্দ ও পাতকাটা গ্রাম পঞ্চায়েতের সংযোগকারী বেহাল করলা সেতু সংস্কার দাবিতে আন্দোলন

অরবিন্দ ও পাতকাটা গ্রাম পঞ্চায়েতের সংযোগকারী বেহাল করলা সেতু সংস্কার দাবিতে আন্দোলন

জলপাইগুড়ি মহিতনগর গৌরিহাট সংলগ্ন অরবিন্দ ও পাতকাটা গ্রাম পঞ্চায়েতের সংযোগকারী বেহাল করলা সেতু সংস্কারের দাবিতে আন্দোলনে সবর হলেন সিপিআইএম এর সদর পশ্চিম এরিয়া কমিটি । বেহাল করলা সেতুটির সংস্কারের দাবিতে এক মিছিল অনুষ্ঠিত হয়।এদিনের মিছিলটিতে গোটা গৌরিহাট এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। সিপিআইএম সদর পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক সুদীপ চক্রবর্তী বলেন দীর্ঘদিন ধরে এই করলা সেতুর বেহাল অবস্থা, এলাকায় কয়েকহাজার মানুষের বসবাস। বাসিন্দাদের নিত্য বাজার ঘাট, ব্যাবসা বাণিজ্য করতে যেতে হলে এই সেতুটির ওপর দিয়ে যাওয়া ছাড়া কোনো গতি নেই। অবিলম্বে বেহাল সেতুটির সংস্কার করতে হবে । এছাড়াও আন্দোলনে উপস্থিত ছিলেন তপন গাঙ্গুলী, সুভাষ দেব, শুভাশিষ সরকার সহ অন্যান্যরা ।
Read More