04
Jun
করোনা অতিমারী পরিস্থিতিতে রাজ্য সরকারের মদের দোকান খোলার সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার সকালে অল ইন্ডিয়া DSO, অল ইন্ডিয়া DYO ও অল ইন্ডিয়া MSS-এর পক্ষ থেকে একটি বিক্ষোভ প্রদর্শন করা হয় ফালাকাটা নতুন চৌপথিতে। অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন (MSS) এর আলিপুরদুয়ার জেলা ইনচার্জ কাকলি মোহন্ত বলেন, "করোনা পরিস্থিতিতে যেখানে ভ্যাকসিন, অক্সিজেনের প্রয়োজন, গরিব মানুষের খাদ্যের প্রয়োজন, সেখানে রাজ্য সরকার মদের দোকান খোলার যে সিদ্ধান্ত নিয়েছে তার তীব্র ধিক্কার জানাই এবং এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাই। পাশাপাশি রাজ্যে অবিলম্বে মদ নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানাচ্ছি।"