01
Jul
কিছুটা স্বস্তি মিলতেই তৃতীয় ঢেউয়ের ভয়। আর এই ঢেউয়ে সব চেয়ে বেশি ভয় শিশুদের নিয়ে। তাই শিশুদের ভ্যাকসিন হওয়াটা খুব জরুরি। কিন্তু এই পরিস্থিতিতে ২ থেকে ১৭ বছর বয়সিদের উপর এখনই কোভোভ্যাক্স টিকার পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি দিল না কেন্দ্রীয় ড্রাগ নিয়ন্ত্রক সংস্থার বিশেষজ্ঞ কমিটি। শিশু সুরক্ষার জন্য ২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের টিকা দেওয়ার জন্য ট্রায়ালের জন্য অনুমতি চেয়েছিল কোভোভ্যাক্স। কিন্তু মিললো না অনুমতি। ইতিমধ্যেই এই টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে। আমেরিকার সংস্থা নোভাভ্যাক্সের সঙ্গে মিলে কোভোভ্যাক্স তৈরি করেছে ভারতের সেরাম ইন্সটিটিউট। এখনও পর্যন্ত কোনও দেশ কোভোভ্যাক্স টিকাকে মান্যতা দেয়নি। ফলে ভারতেও শিশু, কিশোর ও…