31
Aug
করোনার বহর কমেনি রাজ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে চলছে লকডাউন। কিন্তু কিছু মানুষ লকডাউন উপেক্ষা করেই চলেছে। কোচবিহারের পরিস্থিতিও প্রায় একই রকম। কোচবিহার জেলা প্রশাসন এবার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে গ্রহণ করল অভিনব উদ্যোগ । কোচবিহার সদর মহকুমা শাসক সকাল থেকেই লাঠিধারি পুলিশ কর্মী, মোবাইল সোয়াব টেস্টিং ভ্যান এবং স্বাস্থ্যকর্মীদের নিয়ে বেরিয়ে পড়লেন শহরের রাস্তায়। তবে এবার শুধুমাত্র লাঠিধারি পুলিশ কর্মীদের নিয়ে নয়, একেবারে বেরিয়ে পড়লেন কোচবিহারের রাস্তায়। আজ চলতিমাসের শেষ লকডাউনে যারা রাস্তায় বেরিয়েছে তাদের ধরে ধরে করানো হল সোয়াব টেস্ট। কোচবিহার সদর মহকুমা শাসক জানিয়েছেন যারাই আজ পথে বেরিয়েছে তাদের প্রত্যেকের সোয়াব টেস্ট করা হয়। যারা লকডাউন ভঙ্গ করে অথবা জরুরি…