co0vid19

উত্তরবঙ্গে পূজোয় মারাত্মক আকার নিতে পারে করোনা, আশঙ্কা মেডিকেল অফিসার সুশান্ত রায়ের

উত্তরবঙ্গে পূজোয় মারাত্মক আকার নিতে পারে করোনা, আশঙ্কা মেডিকেল অফিসার সুশান্ত রায়ের

পুজোয় বাড়তে পারে করোনা সংক্রমন এমনই আশঙ্কা করছেন উত্তরবঙ্গের স্পেশাল মেডিকেল অফিসার সুশান্ত রায় । উত্তরের কোভিড প্রেক্ষাপটে তাঁর গলায় শোনা গেল হতাশার সুর । শিলিগুড়ি সহ উত্তরবঙ্গে যেভাবে করোনা সংক্রমণের ধরণ ধরা পড়ছে তাতে রোগীদের আরো সতর্কতা অবলম্বন করতে বলেছেন তিনি । শনিবার একটি সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, জ্বর, শর্দি, কাশি নিয়ে যেসব করোনা রোগী‌রা আসছেন তারা খুব সহজেই সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন । তবে ডায়াবেটিস সহ বিভিন্ন জটিল রোগ নিয়ে যারা ভর্তি হচ্ছেন সমস্যা তৈরি হচ্ছে তাদের নিয়ে‌ই। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সেইসব রোগীদের পরিস্থিতি আর‌ও জটিল হয়ে পড়ছে বলে জানান করোনা বিষয়ক উত্তর‌বঙ্গে‌র স্পেশাল অফিসার…
Read More