china

উত্তর সিকিমের নাথুলায় চীন সেনার অনুপ্রবেশের চেষ্টা, সংঘর্ষে জখম ২০ চীনাসেনা

উত্তর সিকিমের নাথুলায় চীন সেনার অনুপ্রবেশের চেষ্টা, সংঘর্ষে জখম ২০ চীনাসেনা

গালওয়ানে সীমা সংক্রান্ত বিবাদের উত্তাপ না কমতেই ফের সিকিম সীমান্তে সীমা বিবাদে জড়িয়ে পড়ল ভারত - চীন। সূত্রের খবর উত্তর সিকিমের নাথুলার কাছাকাছি জিরো পয়েন্ট পেরিয়ে ভারত সীমানায় ঢুকে পড়ে কুড়ি চীনা সেনা। তাদের বাঁধা দিতে তৎপর হয়ে ভারতীয় সেনা জওয়ানরা। এই পরিস্থিতিতে দুদেশের সেনারা হাতাহাতিতে জড়িয়ে পড়লে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা সেই কুড়ি জওয়ানকে জখম করে পিছু হটতে বাধ্য করেন। এই ঘটনায় সিকিমের উত্তর সীমানায় নিরাপত্তা আটোসাটো করতে প্রচুর সেনা জওয়ান মোতায়েন করেছে ভারতীয় সেনা । এই ঘটনায় ভারতের চার সেনার জখম হওয়ার খবর মিলেছে
Read More