17
Nov
আর হাতেগোনা মাত্র কয়েকটা দিন । শ্যামা পুজা শেষ । ছটের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে । কিন্তু শিলিগুড়িতে ছটপুজাকে কেন্দ্র করে সমস্যা চলছে । সমস্যার সূত্রপাত মহানন্দার একতীরে রেলিং লাগানোকে কেন্দ্র করে । কিছুদিন ধরেই সিমেন্টের রেলিং লাগানো হচ্ছে নিরঞ্জন মৌলিক ঘাটে ।এক শ্রেণীর মানুষের অভিযোগ ঘাটের একদিনে যেভাবে রেলিং দেওয়া হয়েছে তাতে ছট পুজায় সমস্যায় পড়বে পুণ্যার্থীরা । তাদের অভিযোগ ঘাটে সিঁড়ির জায়গা না রেখেই রেলিং লাগিয়ে দিয়েছে এতে পুণ্যার্থীদের ৫০০ মিটার ঘুরে নদীর জলে নামতে হবে। এতে যেমন ভিড় বাড়বে তেমনি সমস্যায় পড়বে মানুষরা। এই পরিস্থিতিতে শিলিগুড়ি পুরনিগমের বর্তমান প্রশাসক অশোক ভট্টাচার্য্য , শিলিগুড়ি পুলিশ কমিশনার সহ জেলা…