CDSCO

‘কোর্বেভ্যাক্স’: ভারতে আসতে চলেছে করোনার সবচেয়ে সস্তা টিকা

‘কোর্বেভ্যাক্স’: ভারতে আসতে চলেছে করোনার সবচেয়ে সস্তা টিকা

ভারতে দ্রুত টিকাকরণ ক্রিয়া বাড়াতে কয়েকটি টিকাকে ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। 'কোর্বেভ্যাক্স' টিকাটি বায়োলজিক্যাল- ই সংস্থার তৈরি। ভারতের বাজারে যেসব ব্যবহার চলছে তার মধ্যে এই টিকা সব থেকে সস্তা হতে পারে বলে জানা গেছে। তৃতীয় পর্যায়ের ট্রায়ালের পরে আগস্ট মাস থেকে এই টিকার উৎপাদন শুরু হওয়ার কথা। তার জন্য দেড় হাজার কোটি টাকা দেওয়ার কথা কেন্দ্রের। আগস্ট মাস থেকে ডিসেম্বর পর্যন্ত প্রায় ৩০ কোটি কোর্বেভ্যাক্স টিকা উৎপাদনের ব্যবস্থা নেওয়া হয়েছে। কোর্বেভ্যাক্সেরও দুটি টিকা নিতে হবে। সূত্রে খবর এই টিকা দুটি দাম হতে পারে একটি ৪০০ টাকার কম, সেখানে কোভিশিল্ডের টিকার দাম ৩০০ থেকে ৪০০ টাকা। রাশিয়ার স্পুটনিক ভি টিকার দাম প্রায়…
Read More