09
Jul
শুরু হলো নতুন করে তদন্ত, সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন ( সিবিআই ) হতে রোজভ্যালির বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে সিবিআই একাধিকবার তদন্ত করার পর গত সপ্তাহে দক্ষিণ ত্রিপুরার রাজধানী গোমতী জেলা ও সেসন জজ এর কাছে রোজভ্যালির বিরুদ্ধে একটি রিপোর্ট দায়ের করেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন গৌতম কুন্ডু, রোজভ্যালির প্রাক্তন ডাইরেক্টর শিবময় দত্ত, অশোক কুমার সাহা এবং রামলাল গোস্বামী প্রমূখ। রোজভ্যালি চিটফান্ড এর মাধ্যমে ত্রিপুরাতে মোট ৩২ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। শুধু ত্রিপুরা নয় অন্যান্য মহকুমা শহরগুলোতেও জনগণকে ৩০ শতাংশ সুদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কয়েকশো কোটি টাকা বেশকিছু দালাল নিজেরাই আত্মসাৎ করেন। সে সময় ত্রিপুরা কছু…