21
May
কান চলচ্চিত্রোৎসবে এ বছর রমরমা এক ঝাঁক ভারতীয় তারকার। সত্যজিতের অভিনেত্রী সিমি গারেওয়াল, শর্মিলা ঠাকুর, উর্বশী রাউটেলা সহ দেখা মিলেছে অনেকের। এ বার সদলবলে হাজির হলেন শ্রীদেবী-কন্যা জাহ্নবী কাপুর। ২০ মে সন্ধ্যায় নিজের ছবি ‘হোমবাউন্ড’-এর সহ-অভিনেতা ইশান খট্টর, বিশাল জেঠওয়াকে পাশে নিয়ে লাল গালিচায় দেখা দিলেন তিনি। সঙ্গে ছিলেন এ ছবির পরিচালক নীরজ ঘায়ওয়ান এবং প্রযোজক করণ জোহরও। এ দিন জাহ্নবীর পরনে ছিল তরুণ তাহিলিয়ানির তৈরি পোশাক। ধূসর-গোলাপি রঙের বেনারসি টিস্যু কাপড়ে ছিল ধাতব চাকচিক্য। গলায় মুক্তোমালা। কিন্তু তাঁর সাজের সব থেকে আকর্ষণীয় বিষয়টি ছিল ঘোমটায়। ঘাগড়া ও করসেটের মতো পোশাক পেঁচিয়ে ছিল একটি ওড়না। তারই মাঝের অংশ ঘাড়ের কাছে…