21
Sep
সাফল্যের সঙ্গে দুইটি সিজন অতিক্রম করা ব্রিটানিয়া মারি গোল্ডের মাই স্টার্ট-আপ ক্যাম্পেনের মাধ্যমে দেশের হোমমেকারদের নিজস্ব ব্যবসায়িক উদ্যোগ গড়ার জন্য অর্থ ও দক্ষতা উন্নয়নের ব্যবস্থা করা হয়েছে। এবার অনলাইনে আবেদনের শেষ তারিখ ৫ নভেম্বর। গুগলের সহযোগিতায় ব্রিটানিয়া মারি গোল্ড মাই স্টার্ট-আপ ক্যাম্পেনের সিজন ৩.০ হোমমেকারদের সামনে বিরাট সুযোগ নিয়ে এসেছে বলে জানালেন ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভাইস-প্রেসিডেন্ট (মার্কেটিং) বিনয় সুব্রহ্মনিয়াম। ২০২০ সালে এনএসডিসি’র সহযোগিতায় এই ক্যাম্পেনের মধ্য দিয়ে ১০,০০০ হোমমেকারকে ‘ইনফর্মেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি’র মাধ্যমে বেসিক কমিউনিকেশন স্কিলের সঙ্গে ফিনান্সিয়াল লিটারেসি বিষয়ে শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। সেইসঙ্গে তাদের সোসিয়ো-ইকোনমিক সেলফ-রিলায়েন্সের জন্য ছিল ‘মাইক্রো আঁত্রেপ্রিনিউরিয়াল স্কিল’ অর্জনের ব্যবস্থা। সিজন-৩ পর্যায়ে ব্রিটানিয়া মারি…