02
Apr
বিগত কয়েক মাস আগে মাদক কাণ্ডে তোলপাড় হয়েছে গোটা বলিউড। মাদক কাণ্ডে জড়িয়ে বলিউড বাদশা শাহরুখ খানের পুত্র আরিয়ান খান, এমন দাবি করেছিল এনসিবি। মুম্বইয়ে প্রমোদতরী থেকে আরিয়ান সহ আরও অনেককে গ্রেফতার করা হয় মাদক কাণ্ডে। বেশ কয়েকদিন জেলে ছিল শাহরুখ পুত্র। কিন্তু পরে সে জেল থেকে ছাড়া পায় এবং শেষ এনসিবিও জানিয়ে দেয় যে, এই মামলায় যুক্ত নয় আরিয়ান। এখন এই মামলার অন্যতম সাক্ষী প্রভাকর সেইলের আচমকাই মৃত্যু হল! তার মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য। আরিয়ানের দেহরক্ষী বাহিনীর প্রধান কিরণ গোসাভির টিমের সদস্য ছিল প্রভাকর। সে আবার কয়েক মাস আগ অভিযোগ করেছিল যে, আরিয়ানের বিরুদ্ধে সাক্ষী দিতে এনসিবি তাঁকে ঘুষ…