ANUSHKA SHARMA VIRAT KOHLI

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি! কোহলির অবসর নিয়ে কী বললেন স্ত্রী অনুষ্কা?

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি! কোহলির অবসর নিয়ে কী বললেন স্ত্রী অনুষ্কা?

১৪ বছর ভারতের হয়ে সাদা জার্সিতে ক্রিকেট খেলবার পর টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। খেলোয়াড় জীবনে বরাবর স্ত্রী অনুষ্কা শর্মাকে নিজের সেরা সমর্থক বলেছেন কোহলি। জানিয়েছেন, কঠিন সময়ে কী ভাবে অনুষ্কা তাঁর পাশে থেকেছেন। কোহলির অবসরের পর সমাজমাধ্যমে একটি ছবি দিয়ে কোহলিকে আবেগঘন বার্তা দিয়েছেন অনুষ্কা। অনুষ্কা লেখেন, “ওরা রেকর্ড ও মাইলফলক নিয়ে কথা বলবে। কিন্তু আমি মনে রাখব সেই চোখের জল যা তুমি কারও সামনে ফেলোনি। সেই সব লড়াই যা কেউ দেখেনি। মনে রাখব এই ফরম্যাটকে কতটা ভালবাসা তুমি দিয়েছ। আমি জানি তার জন্য তোমাকে কতটা ত্যাগ করতে হয়েছে। প্রতিটা টেস্ট সিরিজ়ের পরে তুমি ফিরে এসেছ আরও…
Read More