14
May
বুধবার সকালে এসভিএফ প্রযোজিত ‘হুলি গান ইজম’ মিউজ়িক ভিডিয়োর শুটিং হওয়ার কথা ছিল— পরিচালক অনির্বাণ ভট্টাচার্য। কিন্তু শেষ মুহূর্তে শুরু করা গেল না শুটিং। নেপথ্যে সেই ফেডারেশন বনাম পরিচালক তরজা। অভিযোগ, ফেডারেশনের অসহযোগিতার কারণেই বন্ধ করে দিতে হল শুটিং। ফেডারেশনের তরফে এ বিষয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। এ দিন যদিও শুটিংয়ে ছিলেন না অনির্বাণ। শুটিং বন্ধ করে দেওয়ার প্রসঙ্গে পরিচালকও এখনই প্রকাশ্য বক্তব্যে নারাজ।