পিএম কেয়ার্স তহবিল

অতি মারি প্রকোপে বাবা মা হারানোর শিশুদের দায়িত্ব নেবে কেন্দ্র

অতি মারি প্রকোপে বাবা মা হারানোর শিশুদের দায়িত্ব নেবে কেন্দ্র

শনিবার সরকারিভাবে প্রধানমন্ত্রী দপ্তর থেকে ঘোষণা করা হয়, কোভিডে অনাথ শিশুদের শিক্ষা স্বাস্থ্য তথা সব খরচ দেবে কেন্দ্র। এই মহামারী প্রকোপে বহু শিশু বাবা- মা হারিয়েছে, তাদের ভরণপোষণের জন্য আর্থিক সাহায্য করা হবে পিএম কেয়ার্স তহবিল থেকে। পিএমও- এর তরফ থেকে জানানো হয় কোভিড-১৯ এর প্রকোপে যেসব শিশুর পিতা ও মাতা দুজনেই গত হয়েছে, তাদের বয়স ১৮ বছর হলেই পরের পাঁচ বছর পর্যন্ত তারা মাসিক ভাতা পাবে। বয়স ২৩ হলে তাদের ১০ লক্ষ টাকা দেওয়া হবে। জানানো হয়েছে, আঠারো বছর বয়স পর্যন্ত তারা ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বীমার তথা কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় থাকবে। লেখাপড়ার খরচ এর টাকাও দেওয়া…
Read More