17
Apr
আদ্যাপীঠে আজ রামনবমীর দিনেই হল কুমারী পুজো। ওদিকে অযোধ্যার রামমন্দিরও সেজে উঠেছে। অপূর্ব আলোকসজ্জায় সজ্জিত রামমন্দিরকে যেন চেনাই যায় না। গত জানুয়ারিতে রামলালার প্রাণপ্রতিষ্ঠার পর থেকেই আসন্ন রামনবমী নিয়ে তখন থেকেই আগ্রহ ছিল অনেক। সেই আবহাওয়ায় রামনবমীতে আদ্যাপীঠে হল কুমারী পুজো। আদ্যা মায়ের স্বপ্নাদেশ পেয়ে অন্নদাঠাকুর ইডেন গার্ডেনের একটি গাছের তলা থেকে আদ্যামাকে নিয়ে এসে দক্ষিণেশ্বরের পাশের এক জমিতে প্রতিষ্ঠা করেছিলেন। সেটিই খ্যাত হয় আদ্যাপীঠ মন্দির হিসেবে। অন্নদাঠাকুর সেই আদ্যাপীঠ মন্দিরে শুরু করেছিলেন বাসন্তী পুজো। আজ থেকে ১১০ বছর আগে, নবমীর দিন এই বাসন্তী পুজো অর্থাৎ, রামনবমীর দিন ২৮ জন কুমারীকে দিয়ে শুরু করেছিলেন কুমারীপুজো। সেই থেকে অন্নদা ঠাকুরের রীতি…