তথ্য মজুত রাখার জন্য বাজারে এসে গেল সেকেন্ড ব্রেন, মূল্য কত?

সারাদিন ধরে এত কাজ, পড়াশোনা, প্রিয়জনের জন্মদিন, বিশেষ কিছু তারিখ, ওষুধের নাম থেকে শুরু করে নানা ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আমাদের একটা মাথার মধ্যেই রাখতে হয়। সেই চাপ আমরা অনেকেই নিতে পারি না। ফ্রাস্ট্রেটেড হয়ে উঠি আমরা। এবার তারই সমাধানে বাজারে চলে এলো সেকেন্ড ব্রেন। কিন্তু কিভাবে কাজ কীভাবে কাজ করবে এই সেকেন্ড ব্রেন?

কোনো চিপ নয়, অস্ত্রপ্রচার করেও এটি শরীরের মধ্যে যুক্ত করতে হয় না। আপনারা এই বিশেষ ধরনের অ্যাপটি প্লেস্টোর থেকেই ডাউনলোড করতে পারবেন। তবে তার জন্য আপনাকে প্রথম দিকে আপনাকে কিছু স্বল্প পরিমাণে অর্থ ব্যয় করতে হবে। ৫৬০ টাকার বিনিময়েই আপনি পেয়ে যাবেন সেকেন্ড ব্রেন।