ময়নাগুড়িতে নির্মল চন্দ্র রায়ের সমর্থনে নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী

জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়ের সমর্থনে  মঙ্গলবার জলপাইগুড়িতে শেষ প্রচারে ময়নাগুড়ির জল্পেশ সংলগ্ন এলাকায় নির্বাচনী জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ৩০ মিনিটের বক্তব্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের উন্নয়নের দিকগুলো যেমন তুলে ধরেন।সেইসাথে বিজেপি এবং প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন তিনি।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,”কিছুদিন আগে প্রধানমন্ত্রী কোচবিহারে এসেছিলেন। কিন্তু গত ৩১ তারিখ ঝড়ে ক্ষতিগ্রস্তদের নিয়ে একটা কথাও বলেননি। আমরা ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি। নির্বাচন না থাকলে এক মিনিট সময় লাগতো না।”

 এদিন মুখ্যমন্ত্রী ক্ষোভের সুরে সুরে বলেন,” কিছুদিন আগে চালসায় যাচ্ছিলেন। আমার গাড়ি দেখে ওরা চোর চোর বলে চিৎকার করে। ইলেকশন না থাকলে সুযোগ পেলে ওদের জিভ টেনে ছিঁড়ে দিতাম। তবে এটা ওরা বলে আমি বলিনা।” বিজেপি দেশকে বিক্রি করে দিচ্ছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী এবং বলেন,” ছাত্র – যুব সমাজকে এগিয়ে আসতে হবে। দেশকে বাঁচাতে হবে। কারণ ওরা দেশটাকে বিক্রি করে দিচ্ছে।” পাশাপাশি তিনি বলেন,” দিল্লিতে আমাদের জোট রয়েছে, কিন্তু রাজ্যে সিপিআইএম, কংগ্রেস বিজেপি করে তাই এখানে আমরা বিজেপির সাথে লড়ছি।”

 তিনি দাবি করেন বিজেপি এবার ২০০ আসনও পাবে না।ভোটের সময় বিজেপির দেখা মেলে মুখ্যমন্ত্রী দাবি করেন। তিনি বলেন,” ভোটের সময় ভোটি পাখিরা উড়ে আসে।”সভামঞ্চ থেকে জনতার উদ্দেশ্যে তিনি বলেন উত্তরবঙ্গে আমার মতো কেউ এতবার আসে।বক্তব্য শেষ করার পর  রাজবংশী বাজনার তালে মঞ্চে নৃত্যে মেতে ওঠে।