বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে ভোটের আগে সমানে অস্বস্তি বাড়ছে কৃষ্ণনগরের হেভিওয়েট তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর।
কিছুদিন আগেই মহুয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল CBI. আর এবার তার বিরুদ্ধে নতুন মামলা করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ওরফে ইডি। আর্থিক তছরুপ প্রতিরোধ আইন (পিএমএলএ)-এ মামলা দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।
গত ৮ ডিসেম্বর লোকসভার এথিক্স কমিটির প্রস্তাব মেনে মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কার করা হয়। প্রাক্তন তৃণমূল সাংসদ মহুয়ার বিরুদ্ধে মোটা অঙ্কের টাকা ঘুষের বিনিময়ে প্রশ্নের অভিযোগ আগেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল লোকপাল। এই অভিযোগের ভিত্তিতেই সিবিআইও তার বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে।