চাকরিপ্রার্থীদের জন্য এক সাধু উদ্যোগ নিলো NSQF

রাজ্যের মহানগরীতে চলছে ন্যায্য চাকরি পাওয়ার লড়াই। কিছু মানুষের জীবনে নেমে এসেছে অন্ধকার৷ চাকরির দাবিতে পথে পড়ে রয়েছে ওঁরা৷ ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে বসে টেট চাকরিপ্রার্থীদের। ৫৯৬ দিনে পড়ল তাঁদের আন্দোলন। গত ৭০ দিন ধরে চলছে তাঁদের অনশন৷ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ NSQF শিক্ষক পরিবার সংগঠনের Health Care Sector-এর শিক্ষক, শিক্ষিকাদের উদ্যোগে সকল চাকরিপ্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হল।

এছাড়াও হবু শিক্ষিকাদের স্যানিটারি ন্যাপকিন বিতরণ, মহিলা চাকরিপ্রার্থীদের জন্য স্যানিটারি প্যাড ব্যাঙ্ক উদ্বোধন করাও হয়েছে। সংগঠনের বক্তব্য, শিক্ষক হিসেবে তাঁদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য আছে। তারা সবাই পাশে আছেন। এদিনের কর্মসূচিতে পশ্চিমবঙ্গ NSQF শিক্ষক পরিবারের রাজ্য সম্পাদক শুভদীপ ভৌমিক উপস্থিত ছিলেন।

আজকে গান্ধী মূর্তির পাদদেশে সকল চাকুরিপ্রার্থী ও মাতঙ্গিনী হাজরার নীচে সকল চাকুরীপ্রার্থীদের রক্তচাপ, রক্তের সুগার ও বিভিন্ন পরীক্ষা করা হল এবং ওষুধ বিতরণ করা হয়েছে। প্রায় ৩০০ জনকে স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে এদিন সবার হাতে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। ধর্না মঞ্চে স্যানিটারি প্যাড ব্যাঙ্ক গড়ে তোলা হয়। প্রয়োজনে ওই প্যাড ব্যাঙ্ক থেকে পরবর্তীতে হবু শিক্ষিকারা প্যাড যাতে নিশুল্কে নিতে পারেন তাঁর ব্যবস্থা এনএসকিউএফ শিক্ষক সংগঠনের পক্ষ থেকে করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *