ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতিকে স্মরণীয় করতে পর্বত ভ্রমন

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। আর সেই দুর্গাপূজার ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি পাওয়াকে স্মরণীয় করে রাখতে শিলিগুড়ির নর্থ বেঙ্গল এক্সপ্লোরারস ক্লাবের (North Bengal Explorers’ Club) ৮ জন সদস্যের পর্বতারোহী একটি দল গত ১ অক্টোবর ২০২২ বিকেলে শিলিগুড়ি থেকে নেপালের মাউন্ট অন্নপূর্ণা বেস ক্যাম্পের (৪১৩০ মিটার) উদেশ্যে রওনা হয়।

দলের সদস্যরা ছিলেন শঙ্কু বিশ্বাস (দলপতি), শুভজিৎ ভদ্র, মাম্পী সরকার(বিশ্বাস), রণবীর সরকার, শুভেন্দু ভট্টাচার্য, অভিজ্যোতি পাল, রাজীব বসাক, শাশ্বতী পাল।

প্রথম দিকে আবহাওয়া অনুকূল থাকলেও তিন নম্বর দিন থেকে নেমে আসে নানান দুর্যোগ। ঝড় বৃষ্টি এর মধ্যে দিয়ে যদিও বা এগিয়ে যাওয়া যাচ্ছিল, কিন্তু ওপরে কিছু glaciar বিস্ফোরণ হওয়ায় কিছু নদী ও ঝোরা পার করা দুঃসাধ্য হয়ে ওঠে। প্রচুর দেশের নানান পর্বতারোহী দল মাচাপুচুরে বেস ক্যাম্পের আগের থেকেই অভিযান বাতিল করে নিচে নেমে গেলেও, শিলিগুড়ির এই কয়েকজন যুবক যুবতীর মনোবল হারায়নি। সমস্ত দুর্যোগ মাথায় নিয়ে -৭° সেলসিয়াস তাপমাত্রায় ঝড়ো হাওয়া, বৃষ্টি, ৩-৪ ফুট বরফের মধ্যে দিয়ে দলের সকল সদস্যই এগিয়ে চলে অন্নপূর্ণা বেস ক্যাম্পের উদ্দেশ্যে। ৬ তারিখ বিকেল ৫:০০ টায় বেস ক্যাম্পে পৌঁছায়।

ক্লাব সূত্রে জানা গিয়েছে দলের সকল সদস্য সুস্থ রয়েছেন ও তারা আগামী ১১ তারিখ সকাল ৯ টায় শিলিগুড়ি পৌঁছাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *