দীপিকার সঙ্গে এবার পর্দা ভাগ করে নিতে দেখা যাবে ক্যাটরিনাকে

সালমান খান ও শাহরুখ খানকে একসঙ্গে বড় পর্দায় দেখা গেছে। শাহরুখ যেমন কিসি কা ভাই কিসি কি জান-এ সলমনের ঝলক সম্প্রতি পাঠান ছবিতে দেখা গেছে। তবে এবার রুপালি পর্দায় একসঙ্গে আসতে চলেছেন দীপকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফ। শাহরুখ অভিনীত পাঠান ছবির সাফল্যের পর যশ রাজ ফিল্মস স্পাই প্যাড তৈরিতে ব্যস্ত। প্রযোজনা সংস্থাটি এখন ‘পাঠান’, ‘ওয়ার’, ‘টাইগার’-এর মতো ছবির চরিত্রগুলি নিয়ে একটি স্পাই ইউনিভার্স তৈরি করতে চায়।

একটি সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে যশ রাজ দীপিকা পাড়ুকোন এবং ক্যাটরিনা কাইফকে প্রধান ভূমিকায় অভিনীত একটি চলচ্চিত্রের পরিকল্পনা করছেন। তারা লেডি স্পাইকে নিয়ে একটি ফিল্ম বানাতে যাচ্ছে। সেখানেই প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে দীপিকা-ক্যাটরিনাকে। একটি মিডিয়া আউটলেটের টুইটার হ্যান্ডেল দাবি করেছে যে যশ রাজ একটি বড় বাজেটের মহিলা কেন্দ্রিক গুপ্তচর ফিল্ম তৈরি করতে চলেছেন। যেখানে মুখ্য ভূমিকায় রয়েছেন দীপিকা ও ক্যাটরিনা।

https://twitter.com/letscinema/status/1653749112276410370?s=20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *