চাপ বাড়ল অনুব্রতর ওপর, পেশ হল চার্জশিট

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এমনকি গ্রেফতার হয়ে জেলে হয়েছে অনেকের। এই পরিস্থিতিতে দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে ২০৩ পাতার চার্জশিটের পাশাপাশি তার সঙ্গে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে প্রায় তিন হাজার পাতার নথিও জমা দিয়েছে গোয়েন্দা সংস্থা৷

ইডি সূত্রে খবর, চার্জশিটে অনুব্রত এবং কেষ্ট কন্যা সুকন্যা মণ্ডল সহ তার ঘনিষ্ঠদের নামে বিপুল সম্পত্তির উল্লেখ করা হয়েছে। প্রসঙ্গত, সম্প্রতি গরু পাচার মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন সুকন্যা মণ্ডল। ইডির দাবি, জেরায় সুকন্যা স্বীকার করেছেন যে, তিনি নিজে আর্থিক লেনদেনের বিষয়ে কিছুই জানতেন না। বাবার কথা মতোই তিনি কেবল চেকে সই করে দিতেন৷

অন্যদিকে, অনুব্রত কতটা প্রভাবশালী সেকথা বোঝাতে চার্জশিটে বেশ কয়েকটি ঘটনার উল্লেখ করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগের দিন শুনানি চলাকালীন ইডি-র আইনজীবী আদালতে বলেছিলেন, আগামী কয়েক বছর তিহাড় জেলকেই ঘরবাড়ি ভেবে নিতে হতে পারে অনুব্রতকে৷ এবার পরবর্তীতে এই তদন্ত কোন মোড় নেয় সেটাই দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *