প্রতি বছরের মতো এবছরও রাঙাপানির পালপাড়ায় অনুষ্ঠিত হলো কালবৈশাখী চড়ক পূজো।মঙ্গলবার সকালে কালবৈশাখী চড়ক পূজো উপলক্ষে হাজরা খেলা অনুষ্ঠিত হয়। এদিন ভোর থেকেই রাঙাপানি পাল পাড়া ও রাঙাপানি নিমতলা শ্মশান ঘাটে হাজরাদের নিয়ে শুরু হয় খেলা।
বিভিন্ন দেবদেবীর সাজে অস্ত্র হাতে নিয়ে খেলা দেখাতে থাকে হাজরার দল।এদিন সকালের এই হাজরা খেলা দেখতে রাঙাপানি ও তার পার্শ্ববর্তী এলাকার প্রচুর মানুষ ভিড় করেন নিমতলা শ্মশান মন্দির ও পালপাড়া শ্মশান ঘাটে। এরপর নিত্য করতে করতে এলাকার বেশ কয়েকটি গ্রামে খেলা দেখাতে থাকে।
রাঙ্গাপানি এলাকায় দুটি হাজরা পূজোর আয়োজন হয়েছিল। একটি হলো রাঙাপানি পাল পাড়ায় অন্যটি রাঙাপানি সংলগ্ন নিমতলা শ্মশান ঘাটে।পূজো কমিটির সদস্য ভুবন পাল ও বিষ্ণু চন্দ্রশীল জানালেন, আমরা প্রতিবছরের মতো এবারও কালবৈশাখী চড়ক পূজোর আয়োজন করেছি আজ সকাল থেকে শুরু হয়েছে হাজরা খেলা বিকেলে চড়ক পুজোর মধ্য দিয়ে শুরু হবে মেলা।