হলিউডি অ্যাওয়ার্ডের মনোনয়ন পেল ‘জওয়ান’

71

বক্স অফিসে ‘জওয়ান’-এর দুর্দান্ত সাফল্যের পর, দর্শকরাও শাহরুখের ছবি ওটিটি-তে পছন্দ করেছেন। এমনকি আইএমডিবি-তে ‘জওয়ান’-এর রেটিং বেশ ঈর্ষণীয়। অ্যাটলি পরিচালিত এই ভারতীয় ছবি হলিউডের অ্যাস্ট্রা অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছে।

সূত্রের খবর, শাহরুখ খানের এই ছবিটি সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্মের মনোনয়নের তালিকায় স্থান পেয়েছে। ‘বার্বি’, ‘ওপেনহাইমার’, ‘স্পাইডার-ম্যান: অ্যাক্রোস দ্য স্পাইডার-ভার্স’, ‘কিলার অফ দ্য মুন’ এবং ‘জন উইক’-এর মতো ছবি এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছে।

এদিকে আন্তর্জাতিক পুরস্কারের মঞ্চে ‘জওয়ান’-এর মনোনয়নের খবরে উচ্ছ্বসিত শাহরুখ-ভক্তরা। ভক্তরা আরও দাবি করেন যে অ্যাটলির ছবিটি শুধুমাত্র মনোনয়নই নয় পুরস্কারও জিতবে। শাহরুখের ছবি ‘অস্ট্রা অ্যাওয়ার্ড’ জিততে পারে কিনা তার উত্তর মিলবে আগামী বছর।

উল্লেখ্য যে ২ নভেম্বর শাহরুখের জন্মদিনে নেটফ্লিক্সে ‘জওয়ান’ মুক্তি পায়। সংশ্লিষ্ট ওটিটি অনুসারে, ‘জওয়ান’ সারা বিশ্বের ইংরেজি ছাড়া অন্যান্য ভাষার চলচ্চিত্রের তালিকায় শীর্ষ দশে জায়গা করে নিয়েছে। ভারতের সেরা দশে শাহরুখের ছবি প্রথম।