বৃহস্পতিবার ভোট প্রচারের শেষ দিন। আর শেষ দিনের প্রচারে একে অপরকে টেক্কা দিতে ব্যস্ত শাসকদল থেকে শুরু করে বিরোধী দলগুলি। এদিন বিকেল পাঁচটা পর্যন্ত ভোট প্রচারের সময়সীমা বেধে দিয়েছে নির্বাচন কমিশন। তাই শেষ লগ্নের প্রচারে খামতি রাখতে চাইছে না কেউ। গ্রামে গঞ্জে চলছে মিটিং ,মিছিল পথসভা। এদিন প্রচারের শেষ লগ্নে শালবাড়ি সোনাতলা হাট এলাকায় প্রচার করতে দেখা গেল জলপাইগুড়ি জেলা পরিষদের ৮ নং আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীনেশ মজুমদারকে। পাশাপাশি তার সঙ্গে ছিলেন, ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির ২৫ নং আসনের তৃণমূল প্রার্থী রবীন্দ্র মন্ডল। সোনাতলা হাটের বিভিন্ন দোকানে এবং পথ চলতি মানুষের কাছে করজোড়ে ভোট ভিক্ষা করছেন দু’জন প্রার্থী।এমনকি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রচারও চালাচ্ছেন।ভোট প্রচারের পাশাপাশি পায়ে হেঁটে মিছিল করেন অসংখ্য তৃণমূল কর্মী সমর্থক। শাসক দলের পাশাপাশি পিছিয়ে নেই বিরোধী দলগুলি। বিজেপি ও সিপিএমের তরফেও বিভিন্ন এলাকায় চালানো হচ্ছে শেষ লগ্নে প্রচার ও মিটিং মিছিল।একদিকে শাসক-শিবির উন্নয়নের বার্তা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। অন্যদিকে বিরোধীরা সরকারের বিভিন্ন দুর্নীতি ও বঞ্চনার কথা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে ব্যস্ত। আর মাত্র কয়েক ঘণ্টা পর ভোট যুদ্ধে অবতীর্ণ হবে সব দলের প্রার্থীরা।আগামী ১১ ই জুলাই শেষ হাসি কে হাসে সেটাই এখন দেখার।