01
Mar
বেঁচে থাকার লড়াইয়েই দীর্ঘ সময় পর আবার নতুন ভাবে ফিরে আসা। আজ থেকে বেশ কিছু বছর আগে একটা সময় ছিল যখন দেশের সাধারণ মানুষের হাতে ফোন আছে মানে তা 'নোকিয়ার'ই হবে। অ্যান্ড্রয়েড ফোন বাজারে আসার আগে পর্যন্ত একচেটিয়া ব্যবসা করেছে নোকিয়া। সাধারণ মানুষের একটা বড় অংশের কাছে নোকিয়া মানে নস্ট্যালজিয়া। কিন্তু প্রায় ৬০ বছরে প্রথমবার বড় বদল আনল এই সংস্থা। 'নোকিয়া' বলতেই প্রথমে যেটা চোখের সামনে ভাসে তা হল তার 'লোগো'। দুটি হাত পরস্পরকে ধরতে যাচ্ছে, এবং তার নীচে লেখা ভেসে উঠছে 'NOKIA Connecting People'। তবে প্রায় ৬০ বছর পর এই 'লোগো' সংস্থা বদলে ফেলল। আগের লোগোতে সাদা আর নীলের…