31
Jul
এবার বিদেশে থাকা ভারতীয় পড়ুয়ারাদের জন্য এল সুখবর৷ করোনা আবহে পড়াশোনা থেমে নেই৷ বহু পড়ুয়ারা বিদেশ যাচ্ছে শিক্ষা অর্জনের জন্য৷ তাদের জন্য আশার বার্তা৷ বিদেশে থাকা সমস্ত ভারতীয় পড়ুয়ারা টিকা পাবেন বিনামূল্যে৷ নিয়ম মেনে ১০ দিন কোয়ারেন্টিনে থাকতে হলেও, তার খরচও পরে দিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে৷ ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিস জানিয়েছেন, ভ্যাকসিন নিয়ে বিদেশি পড়ুয়াদের চিন্তার কোনও কারণ নেই৷ ১৮ বছর বা তার ঊর্ধ্বে যে কেই ব্রিটেনে এলে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে৷ তাঁর নাগরিকত্ব বা ইমিগ্রান্ট স্টেটাস যাই হোক না কেন৷ কোভিড ভ্যাকসিনের জন্য কাউকে অর্থ ব্যয় করতে হবে না৷ চিকিৎসকরা বলছেন, যাঁরা অবিলম্বে ব্রিটেনে যেতে চান তাঁরা যেন…