27
Jun
গালওয়ান উপত্যকায় চীনের সাথে হওয়া উত্তেজনার পর কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী লাগাতার কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোপ দেগে আসছেন। পূর্ব লাদাখে চীনের সেনার অনুপ্রবেশ নিয়ে রাহুল শুক্রবার বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই বলুক চীনের থেকে আমাদের জমি ফেরত নেওয়ার জন্য উনি কি পদক্ষেপ নিলেন? কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীর বয়ানের পর কংগ্রেসের সহযোগী দল এনসিপি-এর প্রধান শরদ পাওয়ার ওনাকে অতীতের কথা স্মরণ করিয়ে দেন। রাহুলের বয়ান নিয়ে শরদ পাওয়ার বলেন, ‘আমরা এটা ভুলতে পারি না যে ১৯৬২ সালে কি হয়েছিল। চীন আমাদের ৪৫ হাজার বর্গ কিমি জায়গা দখল করে নিয়েছিল। বর্তমানে আমি জানিনা চীন আমাদের জমি নিয়েছে নাকি, কিন্তু এই নিয়ে…