27
Jun
পরিশ্রমের টাকার ভাগ পাচ্ছে চীন, এরই প্রতিবাদেই কাজ ছাড়ল Zomato ডেলিভারি বয়রা। বেহালার প্রায় ৬৫ জন Zomato ডেলিভারি বয় রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করলেন এবং সেইসঙ্গে ছাড়লেন চাকরিও। ভারতীয় সেনার ওপর চীনের নৃশংস মানসিকতার বিরুদ্ধে এভাবেই প্রতিবাদ জানালেন তারা। কেউ বা বাড়ির একমাত্র উপার্জনশীল ব্যক্তি, কারো বা ঘরে রয়েছে অসুস্থ বাবা মা, কোন কিছুকে পরোয়া না করেই এক কথায় তারা ছাড়লেন তাঁদের রুটি রোজগারের রাস্তা। কোম্পানির ম্যানেজারের থেকে জানতে পেরেছেন এই কোম্পানিতে চীনা শেয়ারও আছে। অর্থাৎ তাঁদের রক্ত জল করে উপার্জন করা টাকায় ভাগ বসাচ্ছে চীন। এই কথা শোনা মাত্রই সঙ্গে সঙ্গে কাজ ছাড়লেন Zomato ডেলিভারি বয়রা। বেহালার প্রায় ৬৫ জন…