11
Jun
কেন্দ্রীয় সরকার উত্তর-পূর্বাঞ্চলের জন্য 1,656 কিলোমিটার গ্যাস পাইপলাইনের ঘোষণা করেছে।এই পাইপলাইন অন্যান্য মহানগরের সঙ্গে গুয়াহাটি, শিলং এবং আইজল শহরকে সংযুক্ত করবে। এই পাইপলাইন শিল্পোউদ্যোগগুলিকে জ্বালানি সরবরাহের পাশাপাশি পরিবারেরগুলিতে পাইপযুক্ত রান্নার গ্যাস এবং অটোমোবাইলগুলিতে সিএনজি সরবরাহ করতে সক্ষম হবে।অর্থনীতি বিষয়ক মন্ত্রিসভা কমিটি (সিসিইএ) 10 জুন, প্রস্তাবিত উত্তর-পূর্ব গ্যাস গ্রিডের জন্য 5,559 কোটি টাকা অনুমোদন করেছে।নর্থ-ইস্ট পাইপলাইন গ্রিডটি ইন্দ্রধনুশ গ্যাস গ্রিড এর মাধ্যমে বাস্তবায়িত করা হবে যা রাজ্য মালিকানাধীন গেইল ইন্ডিয়া, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (আইওসিএল), তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশন (ওএনজিসি), অয়েল ইন্ডিয়া লিমিটেড (ওআইএল) এবং নুমালিগড় শোধনাগার লিমিটেডের (এনআরএল) যৌথ উদ্যোগে।ইতিমধ্যে গ্যাস অথরিটি অব ইন্ডিয়া (গেইল) ১২,৯৪০ কোটি টাকা জেএইচবিডিপিএল…