16
Jun
নয়াদিল্লি: লোকাল ট্রেন কবে চলবে? হাওড়া-শিয়ালদহ স্টেশনের সেই পরিচিত ছবিটাই বা দেখা যাবে কবে? এই উত্তর খোঁজার দায়িত্ব রাজ্য সরকারের উপর চাপিয়ে, দায় এড়ানোর রাজনীতিতেই ফিরে গেল কেন্দ্রীয় সরকার। সামগ্রিক পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত গ্রহণ নয়, বরং পশ্চিমবঙ্গ সরকার চাইলেই লোকাল ট্রেন এবং মেট্রো চালু করা হবে বলে জানিয়ে দিলেন রেল বোর্ডের চেয়ারম্যান ভি কে যাদব। সোমবার তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন, রাজ্য চাইলেই চালু করা হবে শহর ও শহরতলির ট্রেন পরিষেবা। কিন্তু করোনা সংক্রমণ যেভাবে বাড়ছে, তাতে রাজ্য সরকার এই পথে হাঁটতে চাইবে? এই প্রশ্ন কিন্তু উঠছে।সোমবার থেকেই শর্তসাপেক্ষে মধ্য এবং পশ্চিম রেলে সাবার্বান পরিষেবা চালু করা হয়েছে। মুম্বই লোকাল ট্রেনে…