20
Jun
বাংলাদেশি ক্রিকেটার মাশরাফি মোর্তাজার শরীরে মিলল করোনাভাইরাসের উপস্থিতি। কয়েক দিন আগেই মাশরাফির শাশুড়িরও করোনাভাইরাসের রিপোর্ট পজিটিভ এসেছিল। গত বৃহস্পতিবার থেকে জ্বর আসে মাশরাফির। তার সঙ্গেই পাল্লা দিয়ে জুড়েছিল গা-হাত-পায়ে ব্যথা। শুক্রবারই করোনা টেস্ট করান বাংলাদেশের এই ফাস্ট বোলার। শনিবার রিপোর্ট পজিটিভ আসে। এ দিন মাশরাফিরই একটি ঘনিষ্ঠসূত্রের তরফে তাঁর করোনা রিপোর্টের কথা নিশ্চিত করে জানানো হয়েছে। যদিও জ্বর এবং শরীরে ব্যথা ছাড়া আর কোনও গুরুতর উপসর্গ নেই বলেই জানা গিয়েছে। ঢাকাতেই টেস্ট করানো হয়েছিল তাঁর। আপাতত সেখানেই আইসোলেশনে রয়েছেন নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মোর্তাজা। তিনি যে শুধু ক্রিকেটারই নন! বাংলাদেশের নড়াইল অঞ্চলের জনপ্রতিনিধি মাশরাফি খুব সামনে থেকেই পদ্মাপাড়ের করোনা…