08
Jun
আগামী ৩০ জুন পর্যন্ত রাজ্যে জারি থাকবে লকডাউন, সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর এ কথা জানান স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিদিনই প্রায় রেকর্ড হারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।এই পরিস্থিতিতে সোমবার লকডাউনের মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।আগামী ৩০ জুন পর্যন্ত রাজ্যে জারি থাকবে লকডাউন, সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর এ কথা জানান স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা সংক্রমণ রুখতে ৩০ জুন অবধি গোটা দেশে পঞ্চম দফার লকডাউন জারি করেছিল মোদী সরকার। যদিও পশ্চিমবঙ্গে তা ১৫ জুন অবধি জারি ছিল তবে এর মাঝেও বেশ কিছু ক্ষেত্রে ছাড়ও দেওয়া হয়েছিল। সোমবার থেকেই স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করে কলকাতা। এবার সাইকেল চলাচলের জন্য রাস্তায় আলাদা জায়গা নির্ধারণে পুলিশকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন আরও কিছু ক্ষেত্রে ছাড় দিলেন মুখ্যমন্ত্রী। ধর্মীয় সভা, বিয়ে বাড়ি অথবা যেকোনও অনুষ্ঠানে ১০ জনের পরিবর্তে ২৫ জন পর্যন্ত জমায়েত করতে পারবেন বলে জানান তিনি।