বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে বিগত প্রায় দুমাস ধরে সংবাদ শিরোনামে সন্দেশখালি। সকলেরই নিশানায় শাহজাহান, বাবু মাস্টাররা।
তবে স্থানীয় আদি তৃণমূল নেতৃত্বের একাংশ এই গোটা পরিস্থিতির দায় চাপাচ্ছেন জেলবন্দি তৃণমূল নেতা তথা প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুর ওপর। দলের স্থানীয় আদি নেতাদের একাংশের দাবি, জ্যোতিপ্ৰিয়র প্রশ্রয়েই বসিরহাট সহ এলাকা জুড়ে দাপিয়ে বেড়াত শাহজাহানেরা।
বর্তমানে পাত্তা নেই শেখ শাহজাহানের। ওদিকে রেশন দুর্নীতির অভিযোগে জেলবন্দি তৃণমূলের জ্যোতিপ্ৰিয়। বালু আর সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহানের মধ্যে যে ঘনিষ্ঠতা ছিল তা বোঝার বাকির নেই কারও। শেখ শাহজাহানের নামে নামকরণ করা ‘শেখ শাহজাহান ফ্যান ক্লাব’ উদ্বোধনেও উপস্থিত ছিলেন জ্যোতিপ্ৰিয়।