13
May
চিতা বাঘের খোঁজে চা বাগানে ট্র্যাপ ক্যামেরা লাগালো বন দপ্তর, ড্রোন ক্যামেরায় চললো তল্লাশি।চিতা বাঘের আতঙ্কে ঘুম উড়েছে বানারহাট ব্লকের লক্ষীপাড়া চা বাগানের শ্রমিকদের।এবার চিতাবাঘের খোঁজে বানারহাটের লক্ষীপাড়া চা বাগানে লাগানো হলো ট্রাপ ক্যামেরা,পাশাপাশি উড়ানো হলো ড্রোন। চা - শ্রমিকদের মধ্যে জাকিয়ে বসা চিতা বাঘের আতঙ্ক কাটাতে লক্ষ্মীপাড়া চা বাগানে বিন্নাগুড়ি ওয়াইল্ডলাইফ স্কোয়াডের পক্ষ থেকে করা হলো সচেতনতা শিবির। পাশাপাশি চা - বাগানের ঘুরে বেড়ানো চিতা বাঘগুলিকে চিহ্নিত করতে ওড়ানো হলো ড্রোন, সেই সাথে বাগানের বি বি সেকশনে ট্র্যাপ ক্যামেরা লাগালো বন দপ্তর।বাগান কর্তৃপক্ষ জানালেন, এদিন চা - বাগানের বি বি ৬ এক্সটেনশন এবং বি বি ১৪ নম্বর সেকশনে দেখে…