Piyali Poddar

256 Posts
দুঃসাহসিক ডাকাতি গঙ্গারামপুরের বিদ্যুৎ দপ্তরের সাব স্টেশনে

দুঃসাহসিক ডাকাতি গঙ্গারামপুরের বিদ্যুৎ দপ্তরের সাব স্টেশনে

রাতের অন্ধকারে দুঃসাহসিক ডাকাতি বিদ্যুৎ দপ্তরের সাব স্টেশনে।বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুরের গচিয়ার সাব স্টেশনে।প্রায় ৫ লক্ষ টাকার সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনায় এক রাউন্ড গুলি ছোড়েন দুষ্কৃতীরা।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল।জানা গেছে গঙ্গারামপুর ব্লকের গোচিয়ার এলাকায় রয়েছে বিদ্যুৎ দপ্তরের সাব স্টেশন।প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও সাব স্টেশনে পাহারা দিচ্ছিলেন দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীরা।রাত্রি দুটো নাগাদ দুষ্কৃতীরা পাচীরের ওপরে থাকা কাঁটাতার কেটে প্রবেশ করে সাব স্টেশনে। সেইসময় নিরাপত্তায় থাকা নিরাপত্তা রক্ষীদের মাথায় বন্দুক ঠেকিয়ে মারধর করে দুষ্কৃতীরা। সেইসঙ্গে দায়িত্বে থাকা ৭ নিরাপত্তা রক্ষীকে হাত পা বেঁধে করে দেওয়া হয় একঘরে।এরপরে সাব স্টেশনের বিভিন্ন স্টোররুমে…
Read More
রাস্তা সম্প্রসারণের নামে গাছ কাটার কাজ রুখে দেন বিধায়ক শংকর ঘোষ

রাস্তা সম্প্রসারণের নামে গাছ কাটার কাজ রুখে দেন বিধায়ক শংকর ঘোষ

রাস্তা সম্প্রসারণের নাম করে,পরিবেশ বিদ্বেষী মানুষ হিসেবে শহরে থাকা গাছ গুলি কেটে চলছেন মেয়র গৌতম দেব,মেয়রের বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুললেন বিধায়ক শংকর ঘোষ।বৃহস্পতিবার রাস্তা সম্প্রসারণের জন্য পুরনিগমের তরফে শিলিগুড়ির এস এফ রোডে চলছিল গাছ কাটার কাজ।এদিন সেই খবর সামনে আসতেই তড়িঘড়ি ওই এলাকায় ছুটে গিয়ে গাছ কাটা রুখে দেন বিধায়ক।শুধু তাই নয় এই বিষয় নিয়ে মেয়রকে এক হাত নেন তিনি।সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক বলেন,পার্কিংয়ের জায়গার জন্যে যদি রাস্তা সম্প্রসারণ করতেই হয় তবে গাছ না কেটেও তা করা যায়।অবিবেচকের মতে গাছ না কেটে গাছ রেখেই তিনি রাস্তা সম্প্রসারণের কাজ করতে পারেন।এই কাজগুলি বহু পুরনো,এই গাছগুলিকে কাটার কোনও মানেই হয় না।অন্যদিকে…
Read More
উত্তর সিকিমে বিভিন্ন স্থানে শুরু হয়েছে প্রবল তুষারপাত

উত্তর সিকিমে বিভিন্ন স্থানে শুরু হয়েছে প্রবল তুষারপাত

উত্তর সিকিমে প্রবল তুষারপাত। বরফের চাদরে ঢাকা পড়েছে নাথু লা, লাচুং, লাচেনের মতো জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলি। তুষারের ফলে বন্ধ হয়েছে একাধিক রাস্তা। বিপদের ঝুঁকি থাকায় রাতারাতি বন্ধ করা হলো নাথু লা এবং ছাঙ্গু লেকে পর্যটকদের যাতায়াত। মঙ্গলবার দিনভর ভারী তুষারপাত হয় উত্তর সিকিমে বিভিন্ন স্থানে। রাতে চলা তুষারপাতে হুহু করে নেমেছে তাপমাত্রার পারদ। স্থানীয় সূত্রে খবর নাথু লা, ছাঙ্গু লেক ও ১৫ মাইল যাওয়ার রাস্তা সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে গিয়েছে। আরো জানা যায় নর্থ সিকিমে বরফ পরিষ্কার করে রাস্তা সাফাইয়ের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে । তবে প্রশাসনের সূত্রে খবর, বিপদ এড়াতে আপাতত ছাঙ্গু ও নাথু লা যাওয়ার রাস্তা বন্ধ রাখা হচ্ছে।…
Read More
খুনের ঘটনায় গ্রেফতার করা হল ইংরেজবাজার শহর তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে

খুনের ঘটনায় গ্রেফতার করা হল ইংরেজবাজার শহর তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে

তৃণমূল কাউন্সিলর খুনের ঘটনায় গ্রেফতার করা হল ইংরেজবাজার শহর তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে। গ্রেফতার করা হল স্বপন শর্মা নামে আরও এক জনকে। স্বপন শর্মার বিরুদ্ধেও কয়েক বছর আগে একাধিক মামলা ছিল। নরেন্দ্রনাথ তেওয়ারি এখনও ইংরেজবাজার শহর তৃণমূলের সভাপতি। স্বপন শর্মার বাড়ি মালদহ শহরের পিরোজপুর এলাকায়। গত ২ জানুয়ারি গুলি করে খুন করা হয় মালদহের ইংরেজবাজার পুরসভার তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারকে৷ তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার খুনের ঘটনায় ইংরেজবাজারের টাউন তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি এবং তাঁর দুই ভাইকে গতকালই তলব করে পুলিশ৷ এর পর রাতভর জিজ্ঞাসাবাদ করা হয় দুজনকে। তাঁর দুই ভাই ধীরেন্দ্রনাথ তেওয়ারি এবং অখিলেশ তিওয়ারিকেও গতকাল ইংরেজবাজার থানায় ডেকে পাঠানো…
Read More
পুলিশের তৎপরতায় ভেসতে গেলো ডাকাতির ছক

পুলিশের তৎপরতায় ভেসতে গেলো ডাকাতির ছক

উদ্দেশ্য ছিল ডাকাতি, তবে পুলিশের তৎপরতায় ভেসতে গেলো ডাকাতির ছক। সোমবার রাতে শিলিগুড়ি সেবক রোডে পিসি মিতাল বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় জমায়েত হয় বেশ কয়েকজন যুবক। তৎক্ষণাৎ পুলিশের কাছে খবর যায় বড়োসড়ো ষড়যন্ত্র নিয়ে আসছে বেশ কয়েকজন যুবক। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ পিসি মিতাল বাস টার্মিনাল এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশকে আসার আভাস পেয়ে গা ঢাকা দেয় কয়েকজন৷ তবে ৪জন যুবককে হাতেনাতে ধরে ফেলে ভক্তিনগর থানার পুলিশ। এর পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অসংগতি পাওয়ায় আটক করা হয় চার যুবককে। চালানো হয় তল্লাশি। তল্লাশিতে পুলিশের চক্ষু চড়ক গাছ ধৃত যুবকদের কাছ থেকে উদ্ধার হয় বেশ কয়েকটি…
Read More
মঙ্গলবার সকালে ৭.১ তীব্রতার জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে তিব্বত

মঙ্গলবার সকালে ৭.১ তীব্রতার জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে তিব্বত

তিব্বতের ভূমিকম্পে এখনও পর্যন্ত ৫৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৬২ জনকে। ভূমিকম্পের ধাক্কা কাটিয়ে শুরু হয়েছে উদ্ধারের চেষ্টা। হতাহতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার সকালে ৭.১ তীব্রতার জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে তিব্বত। যার প্রভাব পড়ে নেপাল, ভুটান এবং ভারতেও। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, শিগাতসের এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত আট লক্ষ মানুষ। ভূমিকম্পের উৎসস্থল তিব্বতের তিংরি প্রদেশে। এই অঞ্চলটিকে এভারেস্টের উত্তরের প্রবেশদ্বার হিসাবে দেখা হয়। প্রথম ভূমিকম্পের পর ৪০টিরও বেশি কম্পন হয়েছে ওই অঞ্চলে। তার মধ্যে ১৬টি কম্পনের মাত্রা ছিল ৩-এর বেশি। সাধারণত এই ধরনের জোরালো মাত্রার কোনও ভূমিকম্পের…
Read More
নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট ড্রাইভারস অ্যান্ড তৃণমূল শ্রমিক কর্মচারী ইউনিয়নের গন্ডগোল

নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট ড্রাইভারস অ্যান্ড তৃণমূল শ্রমিক কর্মচারী ইউনিয়নের গন্ডগোল

নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট ড্রাইভারস অ্যান্ড তৃণমূল শ্রমিক কর্মচারী ইউনিয়নের গন্ডগোল কোচবিহারে। এদিন দুপুরে সংগঠনের যুগ্মসাধারণ সম্পাদক সমীর সরকার কোচবিহারে এলে তাকে ঘিরে রীতিমতো বিক্ষোভ প্রদর্শন করেন সংগঠনের কোচবিহারের সদস্যরা। জানা গেছে এদিন সমীর সরকার কোচবিহারে সংস্থার চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে এসেছিলেন। সংগঠনের অপর যুগ্ম সাধারণ সম্পাদক দীপেশ দাস অথবা সংগঠনে নেতৃত্বদের সাথে কথা না বলে সরাসরি চেয়ারম্যানের সাথে দেখা করতে যাওয়ায় এই বিক্ষোভ প্রদর্শন বলে জানা যায়। এ প্রসঙ্গে সংগঠনের সাধারণ সম্পাদক দীপেশ দাস জানান ইউনিয়নকে কোনভাবে না জানিয়ে চেয়ারম্যানের সাথে বৈঠক করা হয়৷ এদিন বৈঠক শেষে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কর্মীরা বেড়িয়ে এলে তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখান৷
Read More
ব্যবসায়ীদের সুরক্ষা ও নিরাপত্তার দাবিতে বিক্ষোভ সমাবেশ

ব্যবসায়ীদের সুরক্ষা ও নিরাপত্তার দাবিতে বিক্ষোভ সমাবেশ

ব্যবসায়ীদের সুরক্ষা ও নিরাপত্তার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও পাঁচ দফা দাবিতে ইসলামপুর থানায় ডেপুটেশন দিল ফেডারেশন অফ ইসলামপুর ট্রেডার্স অর্গানাইজেশন ( FITO)। এদিন ইসলামপুর থানার সামনে অবস্থান বিক্ষোভ করেন ইসলামপুরের ব্যবসায়ীরা। এ সমাবেশে উপস্থিত ছিলেন ফিটোর প্রেসিডেন্ট কানাইয়া লাল বোথরা, সাধারণ সম্পাদক ডক্টর সুভাষ চক্রবর্তী, সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সদস্যরা। সাধারণ সম্পাদক ডক্টর সুভাষ চক্রবর্তী বলেন পাঁচদফা দাবিতে এই কর্মসূচি । তিনি বলেন বর্তমানে ব্যবসায়ীরা ভীত সন্ত্রস্ত, আমরা চাই সুন্দর ইসলামপুর শহর হোক। তিনি আরো বলেন দুষ্কৃতীরা কোন কান্ড ঘটালে প্রশাসন যেন তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করে। আমাদের দাবি না মানা হলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। ব্যবসায়ী সংগঠনের প্রেসিডেন্ট…
Read More
তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে বালুরঘাট শহরে মেগা আর্ট প্রতিযোগিতা

তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে বালুরঘাট শহরে মেগা আর্ট প্রতিযোগিতা

২৭ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বালুরঘাট শহরে মেগা আর্ট প্রতিযোগিতা তৃণমূলের। সোমবার অন্তত ৫০০ প্রতিযোগী অংশ নেন সেখানে। মোট চারটি বিভাগের প্রথম দুটিতে থাকছে যেমন খুশি আঁকো। তৃতীয় বা গ বিভাগে থাকছে তোমার চোখে শ্রেষ্ঠ বাঙ্গালী। শেষ বা 'ঘ' বিভাগে রয়েছে রাজ্য সরকারের মহিলা উন্নয়ন প্রকল্পর যে কোনো একটি থিম। আগামী ১ জানুয়ারি পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে।
Read More
২৬০ গ্রাম ব্রাউন সুগার সহ তিনজন ব্যক্তিকে গ্রেফতার করলো কোচবিহারের পুন্ডিবাড়ি থানার পুলিশ

২৬০ গ্রাম ব্রাউন সুগার সহ তিনজন ব্যক্তিকে গ্রেফতার করলো কোচবিহারের পুন্ডিবাড়ি থানার পুলিশ

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করে ২৬০ গ্রাম ব্রাউন্ড সুগার , পুলিশ সূত্রে খবর মালদা থেকে ধৃত এক ব্যক্তি বাউন্ড সুগার কোচবিহারে হাতবদল করতে এসেছিলেন।তিনজন ব্যক্তির মধ্যে একজন মালদার বাসিন্দা।  বাকি দুজন কোচবিহারের বাসিন্দা যাদের হাতে তুলে দেওয়ার কথা ছিল নিষিদ্ধ দ্রব্য গুলি।   উদ্ধার হওয়া বাউন্ড সুগারের আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা। ভেতরের বিরুদ্ধে এনডিপিএস আইনে অভিযোগ দেয়ের হয়েছে। ধৃতদের সাথে আর কারা কারা জড়িত তদন্ত নেমেছে পুন্ডিবাড়ি পুলিশ।
Read More