04
May
রুপাঙ্কর বাগচীর একটি ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়া (ফেসবুক)-এ। সেখানে দেখা যাচ্ছে, মঞ্চে একাকী দাঁড়িয়ে আছেন রূপঙ্কর। এবং ক্যাপশনে লিখেছেন, “বিদায়”। তা হলে কি চিরতরে গানকে আলবিদা জানালেন তিনি। তা নিয়ে চিন্তিত গায়কের অনুরাগীদের মন। কমেন্ট বক্স ভরে উঠেছে চিন্তিত শ্রোতাদের প্রশ্নে। গায়কের এক অনুরাগী লিখেছেন, “আমরা যাঁরা তোমা গান জাপটে থাকি, তাঁদের অনুমতি ছাড়া তো এই ক্যাপশন মঞ্জুর হবে না।” একজন টাইপ করেছেন, “দাদা এই ধরনের কথা কেন? প্লিজ় যদি গানটার নাম লিখে থাকেন, তা হলে ঠিক আছে। কিন্তু অন্য কোনও কারণে নয় কিন্তু দাদা…।”আর একজন তো নিজের কান্নাই ধরে রাখতে পারছে না আর। সেই কথা লিখেই দিলেন। একজন…