13
Jan
বিষাক্ত স্যালাইনের পর এবার ‘সব্জি’র বিষক্রিয়ায় একই এলাকায় কয়েকটি পরিবারের অন্তত ১৯ জন অসুস্থ। মৃত্যু হল এক জনের। ঘটনাটি ঘটেছে কোচবিহারের মাথাভাঙা মহকুমার শীতলখুচি আকড়ার হাট সংলগ্ন এলাকায়। এ নিয়ে শোরগোল এলাকায়।স্থানীয় সূত্রের খবর, আকড়ার হাট এলাকার কয়েকজন বাসিন্দা বাজার থেকে ‘গাছ আলু’ নামে একটি সব্জি কিনেছিলেন। বাড়িতে রান্না হয়েছিল সেটির। তাই খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন কয়েক জন। পরে জানা গিয়েছে, আদৌ সব্জিটি ‘গাছ আলু’ ছিল না। বাজার থেকে ‘গাছ আলু’ ভেবে যে যে সব্জি তাঁরা কিনেছিলেন, সেটি বিষাক্ত কোনও গাছের মূল ছিল। দেখতে ‘গাছ আলু’র মতো। ওই বিষাক্ত গাছের মূল রান্না করে খেয়ে অসুস্থ হয়ে পড়েন অন্তত ২০ জন।…