প্রবল বৃষ্টিতে ধসের জেরে বিপর্যস্ত উত্তর সিকিম। আটকে পড়েছেন প্রায় ২ হাজার পর্যটক। ধস সরিয়ে ধীরে ধীরে আটকে থাকা পর্যটকদের উদ্ধার করার কাজ শুরু হয়েছে।বৃষ্টির জেরে পাহাড়ি রাস্তা ধসে যাওয়ায় লাচেন, লাচুং, ইয়ুমথাংয়ে প্রায় ২ হাজার পর্যটক আটকে পড়েন।শুক্রবার থেকেই ধস সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার কাজ চালাচ্ছে সিকিম রাজ্য প্রশাসন। আটকে থাকা পর্যটকদের যাতে সুরক্ষিতভাবে ফিরিয়ে আনা যায় সেই প্রচেষ্টাও চালানো হচ্ছে। বিআরও এর তরফে দিনরাত কাজ করা হচ্ছে। শনিবার সকাল অবধি প্রায় ৩০০ পর্যটককে উদ্ধার করা হয়েছে। রাস্তার কাজের পাশাপাশি সমস্ত পর্যটককে যাতে আটকে থাকা জায়গাগুলি থেকে গ্যাংটকে নামানো যায় সেই কাজও করা হচ্ছে