সম্প্রতি এক ঘটনাকে ঘিরে রাজ্যে জুড়ে তোলপাড় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে নাবালিকা মৃত্যু নিয়ে উত্তাল হয়ে ওঠে গোটা রাজ্য। কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এই মামলা উঠলে তিনিই বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছিলেন।
তবে তদন্তে সেই সিটকেই রাজ্য পুলিশ সহযোগিতা করছে না বলে অভিযোগ ওঠে। প্রসঙ্গত, কালিয়াগঞ্জ কাণ্ডে হাইকোর্ট যে সিট গঠন করে দিয়েছিল তার মাথায় রাখা হয়েছিল বর্তমান আইপিএস দময়ন্তী সেনকে। পাশাপাশি রাখা হয়েছিল দুই প্রাক্তন আইপিএস উপেন বিশ্বাস ও পঙ্কজ দত্তকে।
তবে উপেন ও পঙ্কজবাবু আজ আদালতে হাজির হয়ে জানান, গোটা তদন্তে দময়ন্তী সেন কোনও সহযোগিতা করেননি। বিচারপতি ক্ষোভ প্রকাশ করে বলেন, “এটা কী ধরণের আচরণ? রাজ্য সব জানে। রাজ্য কিছু জানে না, এটা যুক্তিগ্রাহ্য নয়। সিবিআই দেব নাকি? তাহলে খুশি হবেন? ডিভিশন বেঞ্চের কোন স্থগিতাদেশ নেই। তাহলে কেন নির্দেশ মানেননি? সিটের বর্ষীয়ান সদস্যরা দক্ষ আধিকারিক ছিলেন। রাজ্যের এই আচরণে তারা অসন্তোষ প্রকাশ করেছেন।”