রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্যে৷ এরই মাঝে ডিসেম্বরের মধ্যেই নতুন করে রাজ্যে প্রাথমিকের টেট৷ নিয়োগ কেলেঙ্কারির মধ্যেই সিদ্ধান্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের৷ প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাড হক কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়৷ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পুজোর পর টেট নেওয়া যাচ্ছে না বলেও জানানো হয় পর্ষদের তরফে৷
পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর মোট তিনবার টেট পরীক্ষা হয়েছে৷ ২০১২, ২০১৪ এবং ২০১৭ সালে৷ প্রতিবারই টেট পরীক্ষাকে কেন্দ্র করে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে৷ দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ নতুন পর্ষদ সভাপতি ও অ্যাড হক কমিটি আসার পর নিয়োগ কেলেঙ্কারির মধ্যেই নতুন করে টেট পরীক্ষা নেওয়ার তৎপরতা শুরু হয়েছে৷ এখন পরীক্ষার দিনক্ষণ ঠিক করতে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ও অ্যাডহক কমিটির সদস্যরা৷
এদিকে, কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সুপারিশ মেন বুধবরাই ১৮৫ জনকে নিয়োগের সুপারিশপত্র দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ৷ পাশপাশি পুরনো নিয়োগে কোথায় কী দুর্নীতি হয়েছে, তা খুঁজে বার করার নির্দেশ দিয়েছে আদালত৷ সেই দুর্নীতিও খুঁজে বার করার চেষ্টা করছে স্কুল সার্ভিস কমিশন৷